Text size
A
A
A
Color
C
C
C
C
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেনস চার্টার)
১. ভিশন ও মিশন
ভিশন:
- মানসম্পন্ন কৃষি উপকরণ যোগান ও দক্ষ সেচ ব্যবস্থাপনা।
মিশন:
- উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা, সেচ প্রযুক্তি উন্নয়ন, ভূ-পরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে সেচ দক্ষতা ও সেচকৃত এলাকা বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে মানসম্পন্ন সার সরবরাহ করা।
২. প্রতিশ্রুত সেবাসমূহ
২.১) নাগরিক সেবা
ক্র:নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান | সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল) |
---|---|---|---|---|---|---|
(১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) | (৭) |
১. | দর্শনার্থী/সাক্ষাৎপ্রার্থীদের কৃষি ভবনে প্রবেশের গেট পাশ প্রদান | পরিচিতি কার্ড প্রদর্শন/ব্যক্তিগত তথ্য প্রদান ও যে কর্মকর্তা/কর্মচারীর নিকট যেতে চান তার অনুমতি গ্রহণসাপেক্ষে গেট পাশ প্রদান করা হয়। | Help Desk-এ সাক্ষাৎপ্রার্থীদের নাম, মোবাইল নম্বর ও পরিচয়পত্র প্রদর্শন। | বিনামূল্যে | কৃষি ভবনের অভ্যর্থনা কক্ষে উপস্থিত হওয়ার পর সর্বোচ্চ ১০ (দশ) মিনিট | জনাব মোঃ মোফাজ্জল হুসেন সহকারী পরিচালক (নিরাপত্তা) ফোনঃ০২-২২৩৩৮৭০১৭ মোবাইল: ০১৭১২৩৮১৫২১ ইমেইল: hafazmofazzol@gmail.com |
২. | নির্মাণ কাজের নতুন ঠিকাদার তালিকাভুক্তীকরণ (লাইসেন্স প্রদান ও লাইসেন্স নবায়ন) |
বিএডিসি'র নির্ধারিত ফরমে পুরণকৃত এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রাপ্তির পর আবেদনপত্র যাচাই-বাছাইকরণ কমিটির সভায় উপস্থাপন ও অনুমোদন গ্রহণ করা হয়। অতঃপর টাকা জমা প্রদানের নোটিশ প্রদান করা হয় এবং টাকা জমা প্রদান সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়। | ১। নির্ধারিত ফরমে আবেদনপত্র (আবেদন ফরম প্রধান প্রকৌশলী (নির্মাণ) দপ্তর ও নির্বাহী প্রকৌশলী (সকল) দপ্তরে পাওয়া যায়) ২। ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি ৩। ভ্যাট রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত অনুলিপি ৪। আয়কর সনদের সত্যায়িত অনুলিপি ৫। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ৬। পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি ৭। নাগরিকত্ব সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি ৮। চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি |
১) আবেদন ফরম বাবদ নগদ ৫০০/- টাকা সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। ২) লাইসেন্স ফি বাবদ ৫০০০/- টাকা যে কোন তফশিলি ব্যাংক হতে বিএডিসি'র অনুকূলে পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। |
ফরম জমা প্রদানের নির্ধারিত শেষ দিন হতে সর্বোচ্চ ২০ কার্যদিবসের মধ্যে। | জনাব মো: ফয়েজ মাহমুদ সহকারী প্রধান প্রকৌশলী (নির্মাণ) ফোনঃ০২-২২৩৩৮৭১২২ মোবাইল: ০১৭১৭২৪৬৯৫৬ ইমেইল: aceconbadc@gmail.com |
৩. | বিএডিসি'র সার ডিলার নিবন্ধন। | জেলা সার ও বীজ কমিটির সুপারিশসহ সংশ্লিষ্ট যুগ্মপরিচালক (সার), বিএডিসি এর মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন মহাব্যবস্থাপক (সার ব্যবস্থাপনা) বরাবরে সরাসরি অথবা অনলাইনে প্রেরণ। | ১.বিএডিসি’র বীজ ডিলার/ বিসিআইসি’ সার ডিলার হিসেবে নিবন্ধনের সত্যায়িত ফটোকপি। ২.আবেদন ফরম ক্রয়ের রশিদ। ৩.পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি। ৪.কমপক্ষে ৫০ মে.টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদামের মালিকানা’র সত্যায়িত দলিল/ভাড়ার ক্ষেত্রে ভাড়া চুক্তিপত্রের সত্যায়িত কপি। ৫.বিএডিসি’র বীজ ডিলার হতে বিএডিসি’র সার ডিলার নিয়োগ ও সার বিতরণ পদ্ধতি এবং শর্তাবলী ২০১০ এ স্বাক্ষর। ৬.জেলা সার বীজ কমিটির সুপারিশের সত্যায়িত কপি। ৭.বীজ ডিলার এসোশিয়েশন/বিএফএ এর সদস্যপদের হালনাগাদ প্রমাণক। ৮.জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। ৯.সত্যায়িত হালনাগাদ ট্রেড লাইসেন্স। ১০.সত্যায়িত হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্র। ১১.সত্যায়িত হালনাগাদ ভ্যাট নিবন্ধনপত্র। ১২.সত্যায়িত হালনাগাদ ব্যাংক সলভেন্সী। |
১.আবেদন ফরম: ১০০/-টাকা (নগদে ক্রয়) ২.জামানত: ২৫০০০/- টাকা (”বিএডিসি ঢাকা” শিরোনামে ডিডি/পে-অর্ডার প্রদান) |
আবেদন পত্র প্রাপ্তির পর ৫-১০ কার্য দিবস। | জনাব মো: মুকসুদ আলম খান (মুকুট) উপব্যবস্থাপক (বিক্রয়) সার ব্যবস্থাপনা বিভাগ বিএডিসি, ঢাকা। ফোনঃ০২-২২৩৩৮২১৯৩ মোবাইলঃ০১৭৪৭৩৪৭২৪৬ ই-মেইলঃ badcmukut68@yahoo.com |
৪. | সার ডিলারের মালিকানা পরিবর্তন/হস্তান্তর (মৃত্যু/গুরুতর অসুস্থ/শারীরিকভাবে অক্ষম/চলৎশক্তিহীন হওয়ার ক্ষেত্রে কেবলমাত্র স্ত্রী, সন্তান ও যোগ্য উত্তরসুরীকে মালিকানা হস্তান্তর যোগ্য)। | জেলা সার ও বীজ কমিটির সুপারিশসহ সংশ্লিষ্ট যুগ্মপরিচালক (সার), বিএডিসি এর মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন মহাব্যবস্থাপক (সার ব্যবস্থাপনা) বরাবরে সরাসরি অথবা অনলাইনে প্রেরণ। | ১.বিএডিসি/বিসিআইসি কর্তৃক ডিলারশিপ হস্তান্তর পত্রের সত্যায়িত ফটোকপি। ২.আবেদন ফরম ক্রয়ের রশিদ। ৩.সার ডিলারের পাশ বহি। ৪.ডিলারশিপ প্রত্যাশি নতুন মালিকের পিপি সাইজের ০৩ কপি সত্যায়িত ছবি। ৫.গুরুতর অসুস্থ/শারীরিকভাবে অক্ষম/চলৎশক্তিহীন হওয়ার ক্ষেত্রে জেলা সিভিল সার্জন বা মেডিকেল বোর্ডের সনদের মূল কপি। ৬.মৃত্যুজনিত কারণে ডেথ সার্টিফিকেটের সত্যায়িত কপি, আদালত হতে জারীকৃত ডিলারের ওয়ারিশন সনদ এবং আবেদনকারীর পক্ষে নিবন্ধন হস্তান্তরের ক্ষেত্রে অন্যান্য ওয়ারিশগণের অনাপত্তিপত্র/আমমোক্তারনামা (নোটারী পাবলিককৃত)। ৭.জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। ৮.সত্যায়িত হালনাগাদ ট্রেড লাইসেন্স। ৯.সত্যায়িত হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্র। ১০.সত্যায়িত হালনাগাদ ভ্যাট নিবন্ধনপত্র। ১১.সত্যায়িত হালনাগাদ ব্যাংক সলভেন্সী। |
আবেদন ফরম: ১০০/-টাকা (নগদে ক্রয়) | আবেদন পত্র প্রাপ্তির পর ৫-১০ কার্য দিবস। | জনাব মো: মুকসুদ আলম খান (মুকুট) উপব্যবস্থাপক (বিক্রয়), সার ব্যবস্থাপনা বিভাগ বিএডিসি, ঢাকা। ফোনঃ০২-২২৩৩৮২১৯৩ মোবাইলঃ০১৭৪৭৩৪৭২৪৬ ই-মেইলঃ badcmukut68@yahoo.com |
৫. | সার ডিলার নিবন্ধন প্রত্যাহার ও জামানত ফেরৎ। | সংশ্লিষ্ট যুগ্মপরিচালক (সার), বিএডিসি এর মাধ্যমে মহাব্যবস্থাপক (সার ব্যবস্থাপনা), বিএডিসি, ঢাকা বরাবরে নির্ধারিত ফরমে দাখিলকৃত আবেদন। | ১.ডিলার নিবন্ধন পত্রের সত্যায়িত কপি। ২.পাশ বহি। ৩.জামানত হিসেবে দেয় ডিডি/পে-অর্ডারের ফটোকপি। |
বিনামূল্যে | আবেদন পত্র প্রাপ্তির পর ৫-১০ কার্য দিবস। | জনাব মো: মুকসুদ আলম খান (মুকুট) উপব্যবস্থাপক (বিক্রয়), সার ব্যবস্থাপনা বিভাগ বিএডিসি, ঢাকা। ফোনঃ০২-২২৩৩৮২১৯৩ মোবাইলঃ০১৭৪৭৩৪৭২৪৬ ই-মেইলঃ badcmukut68@yahoo.com |
৬. | গুদাম/স্থাপনা ভাড়া প্রদান | ১. সংশ্লিষ্ট যুগ্মপরিচালক (সার), বিএডিসি এর মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন। ২. প্রাপ্ত আবেদন ভাড়া ও মূল্য নির্ধারণী কমিটিতে যাচাই বাছাই। ৩. ভাড়া প্রদান। |
১. সত্যায়িত হালনাগাদ ব্যবসায়িক ট্রেড লাইসেন্স । ২. সত্যায়িত নাগরিকত্বের সনদপত্র। ৩. সত্যায়িত জাতীয় পরিচয়পত্র। ৪. কোন কাজে ভাড়া নেয়া হবে তার অঙ্গীকারনামা। |
বিনামূল্যে | আবেদন পত্র প্রাপ্তির পর ১৫-২০ কার্য দিবস। | জনাব কানিজ ফারজানা ব্যবস্থাপক (সংরক্ষণ), সার ব্যবস্থাপনা বিভাগ (৮ম তলা), বিএডিসি, ঢাকা ফোনঃ০২-২২৩৩৮৩৮২৩ মোবাইলঃ০১৯১৯০০৯৫৯৩ ইমেইল-manager_storage@badc.gov.bd |
৭. | বীজ ডিলার নিবন্ধন ও নবায়ন | বিএডিসি'র সংশ্লিষ্ট উপপরিচালক (বীবি) এর মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীবি) বরাবরে সরাসরি অথবা অনলাইনে প্রেরণ। | নিবন্ধনের জন্য: ১। নির্ধারিত ফরমে আবেদন ২। আবেদন পত্রের ফরম ক্রয়ের রশিদ ৩। পাসপোর্ট সাইজের ০৩ কপি সত্যায়িত ছবি ৪। হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি ৫। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ৬। দোকান/বিক্রয় কেন্দ্রের মালিকানার প্রমাণপত্র/দোকান ভাড়া চুক্তির সত্যায়িত কপি। ৭। যৌথ ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যৌথ ব্যবসার চুক্তিপত্র এবং Power of Attorney সনদ ৮। নাগরিকত্ব সনদের সত্যায়িত অনুলিপি ৯। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ১০। বীজ ডিলার এসোসিয়েশনের সদস্যভুক্তির সত্যায়িত কপি। নবায়নের জন্য: ১। হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি ২। বীজ ডিলার লাইসেন্সের সত্যায়িত কপি। |
১। নতুন নিবন্ধন ফি-১০,০০০/- টাকা ২। ক) নবায়ন ফি-২০০০/- টাকা খ) বিলম্ব ফি-৫০০/- টাকা |
প্রতি বছর ০১ জুলাই হতে ৩১ আগস্ট | মোঃ সেলিম হায়দার অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীবি) ফোন:০২-২২৩৩৫৫৮৪২, মোবাইল-০১৭১১১৪৬০৮৯ ইমেইল-agmsdbadc@gmail.com |
৮. | চাষি প্রশিক্ষণ (পাটবীজ) | সরাসরি/ট্রেনিং রুম ও প্রদর্শনী প্লট | বিএডিসি'র সংশ্লিষ্ট জোনের (পাটবীজ) ইউনিট অফিস হতে চুক্তিবদ্ধ চাষি রেজিষ্ট্রেশন নম্বর | সেবাপ্রদান বিনামূল্যে, তবে বিএডিসি কর্তৃক নির্ধারিত সম্মানি প্রদান করা হয়। | ১-২ দিন | জনাব দেবদাস সাহা মহাব্যবস্থাপক (পাটবীজ) ফোন:০২-২২৩৩৮৪৭০৪ মোবাইল-০১৭১২৩৬৮০৬৩ ইমেইল-gmjuteseed@gmail.com |
৯. | বিএডিসি’র চুক্তিবদ্ধ চাষি হিসাবে রেজিষ্ট্রেশন প্রদান | সরাসরি সেবা গ্রহীতার চাহিদার ভিত্তিতে সেবা প্রেদান করা হয়। | ১. সংশ্লিষ্ট জোনের ইউনিট অফিস হতে চাষি সনাক্ত করণ ফরম ও চুক্তিনামা ২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ৩. পাসপোর্ট সাইজের ০১ কপি সত্যায়িত ছবি |
বিনামূ্ল্যে | ১-১৫ দিন (ভিত্তি বীজ বিতরণের পূর্বে) | ১। জনাব দেবদাস সাহা মহাব্যবস্থাপক (পাটবীজ) ফোন:০২-২২৩৩৮৪৭০৪ মোবাইল-০১৭১২৩৬৮০৬৩ ইমেইল-gmjuteseed@gmail.com ২। মোঃ আব্দুস সামাদ খান অতিরিক্ত মহাব্যবস্থাপক (ক:গ্রো:) ফোন:০২-২২৩৩৮৪০৬৪, মোবাইল-০১৭৪৮৬৩৯১৪৩ ইমেইল-agmcgbadc@gmail.com |
১০. | বীজ সংগ্রহ এবং সংগৃহীত বীজের মূল্য প্রদান। | সরাসরি হিসাবে দেয় চেকের মাধ্যমে | চাষি রেজিষ্ট্রেশন নম্বর ও ভিত্তি বীজ গ্রহণের ক্যাশম্যামো | নিবন্ধনকৃত চাষিকে হিসাবে দেয় চেকের মাধ্যমে প্রদান করা হয়। | সংগ্রহমূল্য নির্ধারিত হওয়ার পর সদর দপ্তর কর্তৃক টাকা প্রেরণের ১-৭ দিনের মধ্যে | ১। জনাব দেবদাস সাহা মহাব্যবস্থাপক (পাটবীজ) ফোন:০২-২২৩৩৮৪৭০৪ মোবাইল-০১৭১২৩৬৮০৬৩ ইমেইল-gmjuteseed@gmail.com ২। মোঃ আব্দুস সামাদ খান অতিরিক্ত মহাব্যবস্থাপক (ক:গ্রো:) ফোন:০২-২২৩৩৮৪০৬৪, মোবাইল-০১৭৪৮৬৩৯১৪৩ ইমেইল-agmcgbadc@gmail.com |
বিস্তারিত ...
সকল লিংক


কেন্দ্রীয় ই-সেবা
গুরুত্বপূর্ণ লিংক
সকল লিংক
সেবা সহজিকরণ

জাতীয় সংগীত

সামাজিক যোগাযোগ
সরকারি অফিসের নতুন ওয়েবসাইটের আবেদন
জরুরি হেল্পলাইন নম্বর
