৪.১ কৃষি মন্ত্রণালয় এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে একটি জাতীয় জৈব কৃষি টাস্কফোর্স প্রতিষ্ঠার মাধ্যমে সমন্বয় করবে, যার দায়িত্ব হবে নিম্নরূপ :
৪.১.১ সারা দেশে জৈব কৃষি কর্মসূচি উন্নয়ন, সমন্বয় ও বাস্তবায়ন
৪.১.২ জাতীয় জৈব মানদণ্ড নির্ণায়ন অর্থাৎ জৈব কৃষি উৎপাদনে IFOAM (International Federation of Organic Agricultural Movement) বা অন্য যে কোন সুপ্রতিষ্ঠিত মানদণ্ড অনুসরণ সাপেক্ষে ব্যবহৃত পদার্থ (বস্তু) ও পদ্ধতি স্থিরকরণ:
৪.১.৩ জাতীয় জৈব কৃষি মান অনুমোদন (অ্যাক্রেডিটেশন) নীতি প্রণয়ন করা; এবং
৪.১.৪ প্রত্যয়ন কর্মসূচি বাস্তবায়নের নিমিত্ত উপযুক্ত পরিদর্শন ও প্রত্যয়ন সংস্থাকে চিহ্নিত করা ও বৎসরান্তে নবায়নের সুপারিশ করা ।