বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

পল্লী কৃষি উন্নয়ন কর্পোরেশন (পিকেডিসি)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় জৈব কৃষি নীতির উদ্দেশ্য

(১) মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাবলিকে যথোপযুক্ত সমন্বয় করে মৃত্তিকার উর্বরতা বজায় রেখে কৃষি কার্যক্রম পরিচালনা করা;
(২) জৈব কৃষির উপযোগী অঞ্চল, স্থান ও ফসল সনাক্ত করা;
(৩) ফসল ভিত্তিক জৈব কৃষিতাত্ত্বিক উৎপাদন পদ্ধতি উদ্ভাবন ও সম্প্রসারণ করা;
(৪) জৈব-কৃষির অন্যতম উপাদান জৈব-বীজ সহজলভ্য করা;
(৫) জৈব-কৃষির সাথে সংগতিপূর্ণ সনাতন ও দেশজ (Traditional & Indigenous) জ্ঞান ও প্রথা সনাক্তকরণ ও উৎপাদন কার্যক্রমে সম্পৃক্তকরণ;
(৬) শিক্ষা ও প্রশিক্ষণ এর মাধ্যমে জৈব-কৃষি সম্পর্কিত দক্ষ মানবসম্পদ তৈরি করা; (৭) জৈব-কৃষির মানদণ্ড নির্ধারণ করা;
(৮) গুণগত মানসম্পন্ন জৈব-উপকরণ উৎপাদন ও সরবরাহ সহজলভ্য করা;
(৯) জৈব পণ্যের গুণগত মান রক্ষণাবেক্ষণে জাতীয় মান অনুমোদন নীতি (National Accreditation Policy) প্রণয়ন করা;
(১০) জৈব কৃষির মাধ্যমে উৎপাদিত দ্রব্যের সনদের (Certification) জন্য উৎপাদনকারীগণকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা;
(১১) জৈব-কৃষি পণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা; এবং
(১২) গুণগত মানসম্পন্ন জৈব-কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে কৃষকদের অধিকতর আয়ের পথ সুগম করে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা ।

মাননীয় উপদেষ্টা

2024-11-11-04-52-9c695fa39ec14a39a1d8e7b566bc18b1

জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মহাপরিচালক

মোঃ আব্দুল গণি

মোঃ আব্দুল গণি

সকল লিংক

কেন্দ্রীয় ই-সেবা

গুরুত্বপূর্ণ লিংক

সকল লিংক

সেবা সহজিকরণ

জাতীয় সংগীত

সামাজিক যোগাযোগ

ইনোভেশন কর্নার

সরকারি অফিসের নতুন ওয়েবসাইটের আবেদন

জরুরি হেল্পলাইন নম্বর